চিনতে পারছেন এই নায়িকাকে?

বিনোদন ডেস্ক: চিনতে পারছেন এঁকে? নয়ের দশকের এই বলিউডি নায়িকা সম্প্রতি মুম্বাইয়ে এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে হাজির ছিলেন। ইনি কে বলুন তো? আপনার জন্য প্রথম ক্লু, বছর তিনেক আগে টেলিভিশন ডেবিউ করেছেন ইনি। পারলেন না? দ্বিতীয় ক্লু, এঁর বোনও বলি নায়িকা। তিনি তেলুগু স্টার মহেশ বাবুর স্ত্রী। না, তাও হল না?
এবার তাহলে সত্যিটা বলে দেয়া যাক। ইনি শিল্পা শিরোদকর। বলি নায়িকা নম্রতা শিরোদকরের দিদি। শিল্পা নিজেও এক সময় চুটিয়ে অভিনয় করেছেন।
১৯৮৯-এ কেরিয়ার শুরু করেছিলেন শিল্পা। ‘ভ্রষ্টাচার’ ছবিতে রজনীকান্ত এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। এছাড়া ‘কিষণ কানহাইয়া’, ‘দিল হি তো হ্যায়’, ‘খুদা গাওয়া’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর শেষ বলি ছবি ২০১০-এ ‘বারুদ’। তিন বছর আগে ‘এক মুঠি আসমান’ দিয়ে টেলিভিশন কেরিয়ারে ডেবিউ করেছিলেন। আপাতত ‘সিলসিলা প্যায়ার কা’ সিরিয়ালে অভিনয় করছেন শিল্পা। কিন্তু তাঁর চেহারায় অনেক পরিবর্তন হয়েছে। ফলে ন’য়ের দশকে সিলভার স্ক্রিনে দেখা শিল্পাকে চিনতে পারেননি অনেকেই। সূত্র: আনন্দবাজার