রাজনীতিসিটি কর্পোরেশন নির্বাচন

নাসিক নির্বাচন : আইভীসহ ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ৩ জন মনোনয়নপত্র ক্রয় করেছেন। রোববার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে আইভীর ব্যক্তিগত সহকারী (পিএ) আবুল হোসেন জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন বলেন, সেলিনা হায়াৎ আইভী ছাড়াও ওয়ার্কার্স পার্টি থেকে মাহাবুবুর রহমান ইসমাইল ও কল্যাণ পার্টির পক্ষ থেকে রাশেদ ফেরদৌস মেয়র পদের জন্য মনোনয়নপত্র ক্রয় করেছেন।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বর্ধিত সভায় মেয়র প্রার্থী হিসাবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ তিনজনের নাম প্রস্তাবনা করা হয়। পরে ১৭ নভেম্বর ওই তিনজনের নাম কেন্দ্রে জমা দেওয়া হলেও ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড আইভীকে মনোনয়ন দেয়। ২০১১ সালের নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়েও ১লাখ ভোটে পরাজিত হন শামীম ওসমান। আর আইভী জয় লাভ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button