ছড়া
ছড়ায় স্বাধীনতা-আ শ ম বাবর আলী

স্বাধীনতা গ্রীষ্মকালে
শীতল বৃষ্টিপাত,
স্বাধীনতা আমার মায়ের
ঘুমপাড়ানি হাত।
স্বাধীনতা ছোট শিশুর
মিষ্টি মুখের হাসি,
স্বাধীনতা গভীর রাতে
দূরে বাঁশের বাঁশি।
স্বাধীনতা সূর্যকিরণ
হাড়কাঁপানো শীতে,
স্বাধীনতা শিশুমেয়ের
শখের চুলের ফিতে।