উথুরাসারা ভালুকা
আরাকানে মুসলিম হত্যার প্রতিবাদে ভালুকায় ওলামাদের প্রতিবাদ সভা
বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় আরাকানে মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনাসহ বিশ্ব মুসলিমকে পাশে দাঁড়ানোর আহবানে (৩০ নভেম্বর) বুধবার সকালে ভালুকা বাজার ঈদগাহ্্ মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার শত শত মুসল্লি ব্যানার ফ্যাস্টুন হাতে নিয়ে আরাকানে মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ভালুকা বাজার ঈদগাহ মাঠে একত্রিত হয়। পরে মুফতি মাওলানা আতিকুল ইসলামের সভাপতিত্ত্বে ও ইত্তেফাকুল উলামা ভালুকা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মামুন-অর রশিদের এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মুফতি আমান উল্যাহ, মুফতি শাহজাহান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসাইন ও মাওলানা আবু রায়হান উবাইদী প্রমূখ।