জাতীয়

১ লাখ মানুষ পাচ্ছে সহজ ঋণের বাড়ি

বিশেষ প্রতিনিধি:  রাউজক ও গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকায় এক লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ করবে। যেখানে ২৫ বছরের জন্য মাত্র সাড়ে ৮ শতাংশ ব্যাংক ঋণে ফ্ল্যাট কিনতে পারবে মানুষ। শুক্রবার(২ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘হোমফেস্ট ঢাকা ২০১৬’ উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন।  উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের উদ্যোগে দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী (২ ও ৩ ডিসেম্বর) এ মেলার আয়োজন করা হয়েছে। পূর্তমন্ত্রী বলেন, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি হয়েছে। উত্তরায় যে অ্যাপার্টমেন্ট সাড়ে ৬ হাজার টাকায় পাবেন, তা রাউজক থেকে পাবেন সাড়ে ৪ হাজার টাকায়। সেখানেও ২৫ বছরের সাড়ে ৮ শতাংশ ব্যাংক ঋণ সুবিধা পাওয়া যাবে।‘পূর্বাচলে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের জন্য বিভিন্ন আয়তনের ৬৫ হাজার ফ্ল্যাট হবে। সেখানেও ফ্ল্যাট কিনতে ২৫ বছর মেয়াদী সাড়ে ৮ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন গ্রাহকরা। হোমফেস্ট প্রসঙ্গে তিনি বলেন, মানুষের রুচির পরিবর্তন হয়েছে। সেজন্য হোমফেস্টের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শুধু ঢাকা নয়, সারাদেশের মানুষের রুচির পরিবর্তন হয়েছে। এ হোমফেস্ট শুধু ঢাকাতেই নয়, চট্টগ্রামসহ অন্যান্য জায়গাতেও করার সময় এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button