ভালুকায় সদস্য পদে মোস্তফা কামাল নির্বাচিত
বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ভালুকা ১৫ নং আসনে জেলা পরিষদ নির্বাচন সুষ্টভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয়ে এক টানা দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভালুকা উপজেলা ১৫ আসনে আওয়ামীলীগ থেকে সাধারন সদস্য পদে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বদ্ধিতা করেন। নির্বাচনে পর্যাপ্ত পরিমানে আইন শৃখলা বাহিনী নিয়োগ করা হয়েছে। নির্বাচন চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভালুকা ১৫ আসন থেকে জেলা পরিষদের সদস্য পদে মোঃ মোস্তফা কামাল(পাখা প্রতিক) ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার সাথে নিকটতম প্রতিদ্বদ্বি নজরুল ইসলাম মানিক (টিউবওয়েল প্রতিক ) ৬৬ ভোট পেয়েছেন। অপরদিকে ভালুকা ১৫ আসন থেকে ১২৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আ’লীগ থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইউসূফ খান পাঠান (আনারস)।
ভালুকায় ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে ১৫নং ওয়ার্ড গঠন করা হয় । এ ওয়ার্ডে মোট ভোটার ১শত ৫৯জন। তাদের মধ্যে পুরুষ ১শত ২২জন ও নারী ৩৭ জন ভোটার। মোস্তফা কামালকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।