প্রাণের বাংলাদেশবিভিন্ন দিবস

সন্ধ্যার পর হাতিরঝিলে যানবাহন চলাচল বন্ধ

ঢাকা: ইংরেজি নববর্ষের শেষ দিনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর হাতিরঝিলের সড়কে কোনো ধরনের যানবাহন প্রবেশ করবে না বলে নির্দেশিকা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্দেশনা অনুযায়ী এদিন রাত ৮টা থেকে পরদিন ভোর পর্যন্ত হাতিরঝিলের সড়কটি বন্ধ থাকবে।সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সড়কটি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে হাতিরঝিলের সড়কগুলোর অভিমুখে ব্যারিকেড প্রস্তুত রাখা হয়েছে।এদিকে হাতিরঝিলের সড়ক বন্ধ থাকার কারণে গুলশানে প্রবেশের জন্য এই সড়কের যানবাহনগুলো শুধুমাত্র কাকলী এবং মহাখালীর আমতলী সড়ক ব্যবহার করতে পারবে।তবে বের হওয়ার সময় হাতিরঝিল ছাড়া যেকোনো সড়ক দিয়ে তারা বের হতে পারবে।হাতিরঝিলে প্রবেশ ছাড়াও ডিএমপির অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হচ্ছে-

• ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায় এবং প্রকাশ্যে কোনো ধরনের জমায়েত/সমাবেশ/উৎসব করা যাবে না।
• উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না।
• গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত নাগরিকরা রাত ৮টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হয়েছে।
• সন্ধ্যা ৬টার টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো বহিরাগত ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button