বিভাগীয় খবরময়মনসিংহ
ঝিনাইগাতীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী:শেরপুরের ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আবু তাহের ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোস্তম আলী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক হারুন উর রশিদ, হাসনাহেনা, উম্মে সালমা, শিক্ষার্থী ইসরাত জাহান মিতা, আলাল হোসেন, ইফতেখার জাহান বৃষ্টি প্রমুখ।