ক্যাম্পাসবিশ্ববিদ্যালয়

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের “গরু” বললেন সহকারী রেজিস্টার !

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ময়মনসিংহ ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী  রেজিস্টার এহসান হাবীব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গরু বলে আখ্যায়িত করেছেন ।

তিনি তার ফেইসবুকের টাইমলাইনে লিখেছেন “ পাবলিকের অনেক গরু প্রতিদিন আমি আমার বাড়ির মাঠে ঘাস খেতে দেখেছি ।  ”aª+aºìaªòaºÇaª¿ aª¦aªƒ aºº

তিনি তার আরেকটি স্ট্যাটাস এ লিখেছেন “বিষয়টা প্রাইভেট পাবলিক না। বিষয়টা হলো মেধার। যোগ্যতার। আপনি পাবলিকের গরু নিবেন নাকি প্রাইভেটের মেধা নিবেন?”

তার এই রকম স্ট্যাটাস এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানায়। তিনি এক জন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হয়ে কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গরু বললেaº¿ন এই নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button