ত্রিশালে ২৬ দিন ধরে বৃদ্ধ জালাল উদ্দিনের এখনও হদিস মিলছেনা
মোঃ মোমিন তালুকদার, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পূর্ব পাঁচ পাড়া গ্রামের ক্বারী মোহাম্মদ জালাল উদ্দিন (৭০) কে ২৬ দিন ধরে কোন হদিস মিলছেনা। বৃদ্ধ জালাল উদ্দিনের পিতা-মৃত লাল মাহমুদ। গত ১২ জানুয়ারী ২০১৭ ইং তারিখে সকাল অনুমান ৮:৩০ ঘটিকায় ঢাকায় তার মেয়ের বাসায় যাওয়ার কথা বলে নিজ বাড়ী হতে বের হয়। কিন্তু পরবর্তীতে মেয়ের বাসায় না গিয়ে নিখোজ হয়ে যায়। তাকে আশেপাশে আত্মীয় স্বজনদের বাড়ীতে ও অন্যান্য জায়গায় দ্বীর্ঘদিন খোজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। নিখোজ মোহাম্মদ জালাল উদ্দিনের বয়স ৭০, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকৃতি, মাথার চুল সাদা ও পাকা দাড়ী, পড়নে চেক লুঙ্গি, নীল রংয়ের পাঞ্জাবী পরিহিত ছিল। ত্রিশাল থানার জিডি নং-১০৭০, তারিখ ২৪/০১/১৭ ইং। যদি কেহ উক্ত ব্যক্তির সন্ধান পান তাহলে নিম্মের মোবাইল (০১৯১৪৬১৪৮২৯) নাম্বারে যোগাযোগ কারার জন্য অনুরোধ করা হলো।