সারা ভালুকা

জাল সার্টিফিকেট তৈরীর অভিযোগে স্টুডিও মালিককে আটক করে পুলিশে দিলেন- চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুর নেতৃত্বে মঙ্গলবার(৭জানুয়ারি)দুপুরে জামিরদিয়া ঢুবালিয়াপাড়া এলাকায় জাল সার্টিফিকেট তৈরীর অভিযোগে স্টুডিও মালিককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জামিরদিয়া ঢুবালিয়াপাড়া মোড়ে হিরা স্টুডিওতে অভিযান চালিয়ে শিক্ষাগত যোগ্যতার জাল সনদ,ভোটার/জাতীয় পরিচয়পত্রের ডুপ্লিকেট,একাধীক ইউপি চেয়ারম্যানের দেয়া পরিচয় পত্রের জাল কপি,টিন সার্টিফিকেটের জাল কপিসহ বিভিন্ন ধরনের অবৈধ কাগজপত্র তৈরী অবস্থায় পাওয়া যায়।
এসময় স্টুডিওর কম্পিউটারে অবৈধ জাল কাগজ পত্রসহ স্টুডিওর মালিক জামালপুর সদর উপজেলার বহ্মুত্তর গ্রামের হায়দার আলীর ছেলে হাবিবুর রহমান হিরাকে আটক করে ভালুকা মডেল থানার এসআই মাহফুজ এর হাতে সোপর্দ করেন ইউপি চেয়ারম্যান তোয়ায়েল আহাম্মেদ বাচ্চু।

07.02 (4) এসময় ইউপি সদস্য খলিলুর রহমান,শরীফ নাফেয়াল নাঈমসহ এলাকার বিভিন্ন স্তরের জনতা উপস্থিত ছিলেন। এ ঘটনায় ঢুবালিয়াপাড়া মোড়ে উৎসুক জনতার ভীড় লক্ষ করা গেছে।
হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোয়ায়েল আহাম্মেদ বাচ্চু এ প্রতিবেদককে বলেন-দ্বীর্ঘদিন যাবত স্টুডিও ব্যাবসার আড়ালে অসাধু কতিপয় ব্যাক্তি অবৈধভাবে জাল সনদ তৈরী ও আমার দেয়া পরিচয়পত্রের হুবহু নকল করে সহজ সরল লোকদের প্রতারিত করে আসছিল। ঘটনার সত্যতা যাচাই করতে এসে আমি হতবাক।এসব দোকানে সকল জাল সনদ খুব সহজেই টাকার বিনিময়ে পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button