সারা ভালুকাহবিরবাড়ি
হবিরবাড়ীতে দুই মাদকসেবিকে পুলিশে দিলেন ইউপি চেয়ারম্যান বাচ্চু
ভালুকানিউজ ডটকম; বিশেষ প্রতিনিধি: ভালুকা উপজেলার হবিরবাড়ী সিডষ্টোর এতিমখানা এলাকায় দুই মাদক সেবিকে ধরে পুলিশে দিলেন ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হবিরবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার হাফিজ উদ্দিন মৃধা ও এলাকাবাসীর সহায়তায় সাইদুর(২৫) ও অজ্ঞাত(২২) নামে দুই মাদক সেবিকে ধরে ভালুকা মডেল থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়। মাদকসেবিদেরকে কোর্টে প্রেরন করা হয়েছে বলে জানান ভালুকা মডেল থানার এসআই হারুন।