ভালুকায় প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কুটক্তি’র অভিযোগে মামলা

ভালুকানিউজ ডটকম; বিশেষ প্রতিনিধিঃ ভালুকা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে ফেসবুকে মানহানিকর মন্তব্য করায় ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
(১৭ফেব্রুয়ারী) বৃহস্পতিবার রাতে ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আহসান হাবিবের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় তথ্য-প্রযুক্তি আইনে এ মামলা নং (২২) তাং ১৬/০২/২০১৭ দায়ের করেন উপজেলার ১১ নং রাজৈ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা। মামলা সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আহসান হাবিবের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারী কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীগের সমগ্র নেতা-কর্মী ও রাজনীতিবিদদের নিয়ে ফেসবুকে অশ্লীল, মিথ্যা, বানোয়াট, মানহানিকর কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।
এ প্রেক্ষিতে ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আহসান হাবিব (৪০), রেজিস্ট্রার আমিনুল ইসলাম (৫০), সহকারী রেজিস্ট্রার আফরোজা সুলতানা (৩৮) ও সহকারী রেজিস্ট্রার আমিনুল ইসলামের (৪০) নামে ভালুকা মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদি নুরুল ইসলাম বাদশা জানান, এক নম্বর বিবাদীর যোগসাজশে অপরাপর বিবাদীগণ দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। তাই তিনি এই মামলাটি দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার ওসি (অপারেশন) ফায়েজুর রহমান জানান, এ ব্যাপারে তদন্ত চলছে।