জাতীয়

ভারত থেকে সরাসরি কনটেইনার বোঝাই জাহাজ চলাচল শুরু

ভালুকা নিউজ ডট কম; অনলাইন ডেস্ক: কলকাতা বন্দর থেকে ভারতীয় কনটেইনার বোঝাই জাহাজ এমভি নৌ কল্যাণ-১ সোনারতরী সরাসরি ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নদীবন্দরে এসে পৌঁছেছে। ৬৫ কনটেইনার নিয়ে ছেড়ে আসার প্রায় আড়াই দিন পর গতকাল শুক্রবার সকালে জাহাজটি বুড়িগঙ্গা তীরে পানগাঁও পোর্টে এসে নোঙর করে। এর মধ্য দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হলো।

সকালে পানগাঁও পোর্টে ভারতীয় পণ্যবাহী জাহাজকে বাংলাদেশে স্বাগত জানিয়ে আন্তর্জাতিকভাবে পোস্টাল শিপিং সার্ভিসের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটন, সংসদ সদস্য সেলিম ওসমান, নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ভারতের রিডার লাইন কোম্পানির পরিচালক অমলান বসু, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের ব্যবসাবাণিজ্য নবদিগন্তের সূচনা হলো। ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী রক্ত দিয়েছে, রক্তের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব স্থাপিত হয়েছে। তামাক ও মদ ছাড়া ভারত বাংলাদেশকে সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান সব সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছেন। এমনকি ভারতের সঙ্গে যে বর্ডার অ্যাগ্রিমেন্ট ছিল তাও আমরা বাস্তবে রূপান্তরিত করতে পেরেছি। আজ বাংলাদেশের অগ্রগতি বিশ্বে একটি রোল মডেল। প্রধানমন্ত্র্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এর একটি বড় প্রমাণÑ আজকে পানগাঁও পোর্টে আন্তর্জাতিকভাবে জাহাজ চলাচল শুরু হয়েছে।

আন্তর্জাতিক জাহাজ চলাচল উদ্বোধনের পর পোর্টের হলরুমে পানগাঁও আইসিটির কর্মচাঞ্চল্য বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মতবিনিময়সভায় এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। ভবিষ্যতে যাতে এই টার্মিনালের কাজ দ্রুতভাবে এগিয়ে যায়, মতবিনিময়সভায় সে ব্যাপারে আলোচনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button