ভালুকায় মেধাসিঁড়ি মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া (স্কয়ার মাস্টারবাড়ী)র আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান “মেধাসিঁড়ি মডেল স্কুল”এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’১৭ বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
দু’দিন ব্যাপী অনুষ্ঠানের ২১ শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে প্রভাত ফেরির মিছিল করে শহীদ মিনারে ফুল দিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সূচনা করেন মেধাসিঁড়ি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবু হানিফা প্রধান। মেধাসিঁড়ি মডেল স্কুলের সভাপতি মোঃ চাঁন মিয়া প্রধানের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের পরিচালক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে স্কুলের শিক্ষার্থীদের ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে ২য় দিন ২২ ফেব্রুয়ারী বুধবার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। দ্বিতীয় পর্বে প্রথমে স্কুলের শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করেন।