ভালুকার কাচিনায় চাচার হাতে ভাতিজা খুন !
স্টাফ রির্পোটার : ভালুকা উপজেলা কাচিনা ইউনিয়নের কাদিগড় গ্রামের পশ্চিমপাড়ায় চাচার হাতে ভাতিজা খুন হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গত সোমবার(২০মার্চ) জমি সংক্রান্ত-পারিবারিক শত্রুতার জের ধরে পালগাঁও চৌরাস্তা এলাকা থেকে কাদিগড় পশ্চিম পাড়ার মৃত মাইনুদ্দিনের ছেলে মিজানুর রহমান(৩৫) কে তার আপন চাচা সাজিম উদ্দিন, চাচাত ভাই আবুল কাশেম ও তার ভাইয়েরা মিলে তাদের বাড়ীতে নিয়ে বেদম মারধোর করে তালাবদ্ধ ঘরে আটকে রাখে।
পরে বৃহস্প্রতিবার(২৩মার্চ)দিনে পরস্পর লোক মারফত জানতে পেরে কাচিনা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবু বকর সিদ্দিক,মৃত ব্যাক্তির আপন ভাই দুলাল ও স্থানীয় হিমেল তালুকদার মিলে তালাবদ্ধ ঘর থেকে মিজানুর রহমানকে উদ্ধার করে প্রথমে সখিপুর পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযুক্ত চাচাত ভাইয়েরা হাসপাতালে সাথে থাকলেও মিজানুর রহমানের মৃত্যুর পর লাশ ফেলে চিকিৎসাপত্র নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হযরত আলী জানান- তদন্ত চলছে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে।