আবেদনের ৪ ঘন্টার মধ্যে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃক বিদ্যুৎ সংযোগ প্রদান
ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃক দ্রুত ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিতকল্পে পক্ষকাল ব্যাপি স্পট মিটারিং কর্মসূচী পালিত হচ্ছে। এ কর্মসূচীর মাধ্যমে স্ব-স্ব অফিসের আওতায় প্রতিটি ইউনিয়নে একটি নির্দিষ্ট তারিখে বিদ্যুৎ সংযোগ সম্পর্কিত টীম (ও্য়্যারিং পরিদর্শক, ক্যাশিয়ার, বিলিং সহকারী ও লাইন ক্রু) কর্মকর্তার নেতৃত্বে মাঠ পর্যায়ে গমন করেন। মাঠ পর্যায়ে আবেদন গ্রহণ, সমীক্ষা সম্পাদন, ওয়্যারিং পরিদর্শন, জামানত গ্রহণ, সিএমও তৈরী ও মিটার স্থাপনসহ সংযোগ সম্পর্কিত সকল কার্যক্রম একই দিনে সম্পন্ন করা হয়ে থাকে। এরই অংশ হিসেবে সোমবার (১০ এপ্রিল) ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের পারুলদিয়া গ্রামের জজ মিয়া ও আবদার গ্রামের শরিফুল ইসলামের আবেদনের ৪ ঘন্টার মধ্যে একটি বাণিজ্যিক ও একটি আবাসিক সংযোগ প্রদান করা হয়। সারাদিনে মোট ৮২ জন গ্রাহককে স্পট মিটারিং কর্মসূচীর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। এ সময় রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম (কারিগরি) মোঃ ওমর আলী, এজিএম (সদস্য সেবা) আরিফ আহামেদ, ও্য়্যারিং পরিদর্শক, ক্যাশিয়ার, বিলিং সহকারী ও লাইন ক্রুগণ স্পট মিটারিং কাজে নিয়োজিত ছিলেন।
এলাকার সাধারণ জনগণের ধারণা স্পট মিটারিং কর্মসূচীর মাধ্যমে গ্রাহকরা দ্রুত বিদ্যুৎ সংযোগ পাচ্ছে সে সাথে কমে গেছে দালালদের দৌরাত্ব।