মাসিক টেক্সটাইল বার্তার দ্বিতীয় বর্ষপূর্তি উৎযাপন
মাহবুবুর রহমান; বিশেষ প্রতিনিধিঃ বাংলায় প্রকাশিত বস্ত্র শিল্পের মুখপত্র মাসিক “টেক্সটাইল বার্তা” এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান ২১ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ৬ টায় ঢাকার উত্তরার ৯ নং সেক্টরের মমতাজ মহল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।পত্রিকাটির প্রকাশক ইঞ্জি. আদিল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আইইবি টেক্সটাইল ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জি. সফিকুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বিইউএফটি এর উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জি. আইয়ুব নবী খান, বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের প্রধান প্রফেসর ড. আব্দুস সাহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত পত্রিকার সম্পাদক জান্নাতুল করিম (খোকন), বার্তা সম্পাদক ইঞ্জি. নাজমুল আহসান, বিশেষ সম্পাদক ইঞ্জি. আলা উদ্দিন, মাসিক টেক্সটাইল ফোকাসের সহকারি সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান সিদ্দিকী, এটিইটি এর সভাপতি রথিন চাকী, সাধারন সম্পাদক ইঞ্জি. গোলাম কিবরিয়া(রিপন), ইসাতীর পক্ষে ইঞ্জি. মোয়াজ্জেম হোসেন, ইসাতবির পক্ষে ইঞ্জি. জাফর মাহমুদ,ইএসএফ এর পক্ষে ইঞ্জি. জামাল উদ্দিন চৌধুরি, মিজানুর রহমান, অধ্যক্ষ নূর-এ খান, এস, এম সোহেল রানা, এস. আলম শাহীন, কামাল উদ্দিন, মেহেদী হাসান প্রমুখ।প্রধান অতিথিসহ সকল বক্তাগণ পত্রিকাটির নিবার্হী সম্পাদক ইঞ্জি. মো. ফখরুল ইসলামকে তার সততা, নিষ্ঠা, কর্মপিপাসু একজন গুণী হিসেবে অভিনন্দন জানান। প্রধান অতিথি বলেন, বস্ত্র প্রকৌশলীদের বিসিএস ক্যাডারে পরীক্ষা দেয়ার বা নিয়োগের কোন সুযোগ সরকার দিচ্ছে না। এ জন্য অচিরেই বড় রকমের আন্দোলন কর্মসূচী হাতে নেয়া হবে। সকল বস্ত্র প্রকৌশলীদের উক্ত আন্দোলনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণের আহবান জানান। তিনি ড. আইয়ুব নবী এর বক্তব্যের একটি অংশের উদ্বৃতি দিয়ে বলেন, সকল টেক্সটাইল সংগঠনকে মিলে একটি ফেডারেশন গঠন করা জরুরি, যা অচিরেই শুরু করা হবে। আর বিদেশী টেকনিশিয়ানদের বিষয়ে সরকারের প্রতি জোড় দাবি জানানো হয় জরুরিভাবে তাদের চুক্তি বা নিয়োগ বন্ধ করার জন্য। পরে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য পত্রিকাটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকাটির নিবার্হী সম্পাদক ইঞ্জি. মো. ফখরুল ইসলাম। সবশেষে আগত মেহমানদের রাতের খাবারের ব্যবস্থা করা হয়।