সারা ভালুকা
ভালুকায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
জুন শুক্রবার রাতে ভালুকার ডাকাতিয়া ও হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাওসহ কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্নিঝড়ে ঘরবাড়ি ও গাছ পালার এবং ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
জানাযায় শুক্রবার রাত ৮ টার দিকে ডাকাতিয়া সামালিয়াপাড়া, আঙ্গারগাড়া, কাচিনা ইউনিয়নের তামাট গ্রাম ও হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাও এর উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে ফল ফলাদিও গাছ সহ বিভিন্ন মূল্যবান গাছ, বাড়ী ঘর, পোল্ট্রির ঘর ভেঙ্গে লাখ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। সামালিয়া পাড়ার মোস্তুফা মাষ্টারের কয়েক লাখ টাকার গাছপালা উপরে পরেছে, একই এলাকার শাহ আলমের বাড়ী, হোসেন তালুকদারের পোল্ট্রি, নাজমুল হক মাষ্টারের সেগুন বাগান,হেকমত আলীর পোল্ট্রি, দেলুয়ারের পোল্ট্রি, নষ্ট হয়েছে। আম, কাঠাল, লিচু সহ শত শত গাছ উপড়ে পড়েছে।