কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকে যুবক ফেরত
কামরুল হাসান,কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এক বাংলাদেশীকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার দণি ভাদিয়ালি সীমান্তে দুই দেশের সীমান্ত পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। হস্তান্তরকৃত ব্যক্তি হলো- কলারোয়া উপজেলার ব্রজবকসা গ্রামের আশরাফ ঘরামীর ছোট ছেলে মফিজুল ইসলাম (২৫)। মাদরা বিওপির ল্যান্স নায়েক শাহ-আলম সাংবাদিকদের জানান, আটক বাংলাদেশি নাগরিক পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে ভারতে প্রবেশকালে টহলরত বিএসএফ’র হাতে আটক হয়। পরে বিএসএফ এর আহ্বানে শুক্রবার সকাল ১০টায় পতাকা বৈঠকের পর তাকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে আটকৃত ব্যক্তিকে কলারোয়া থানায় সোর্পদ করা হয়। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ জানান, বিজিবির পে ল্যান্স নায়েক শাহ-আলম বাদি হয়ে থানায় পাসপোর্ট আইনে মামলা নং ১৬(০৬)১৭ দায়ের করেছেন।