সারা দেশ

আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে নবীগঞ্জ প্রেসকাবের সাংবাদিকদের সাথে সার্কেল এ.এস.পি‘র মতবিনিময়

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
নবীগঞ্জের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে নবীগঞ্জ প্রেসক্লবের সাংবাদিকদের সাথে নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এ এস পি রাসেলুর রহমান মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। গতকাল বুধবার বিকেলে শহরের হোটেল আরজুতে প্রেসকাব সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সলিল বরন দাশে পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এ এস পি রাসেলুর রহমান। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক বিবিয়ানার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী, প্রেসকাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি এটিএম সালাম, সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, বর্তমান সহ সভাপতি মোঃ সরওয়ার শিকদার, এম এ মুহিত,  যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মুন্না,  বর্তমান অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, অফিস সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ, সদস্য শেখ মোঃ শামছুল ইসলাম, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, মোঃ শওকত আলী, মিজানুর রহমান সুহেল, সংবাদ পত্র এজেন্ট মোশাহীদ আলী ও মিয়াধন মিয়া, কাউন্সিলর জায়েদ চৌধুরী, পুলিশ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার এস আই শামছুল ইসলাম, ডিএসবির এস আই আব্দুল বারী, এ এস আই আক্তারুজ্জামান প্রমুখ। মতবিনিময় সভায় সার্কেল এ এস পি রাসেলুর রহমান বলেন- পুলিশ এবং সাংবাদিক একে অপরের বন্ধুসুলভ মনোভাব নিয়ে কাজ করলে সমাজের অপরাধ দূর্নীতি নির্মূল করা সম্ভব হবে। এসময় তিনি আইনশৃংখলা উন্নয়নের নবীগঞ্জের সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এদিকে, বিকেলে নবীগঞ্জ প্রেসকাবের সাধারন সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক সংগ্রামের প্রতিনিধি শওকত আলী ও দৈনিক হবিগঞ্জের জননীর প্রতিনিধি মিজানুর রহমান সুহেলকে নতুন সাধারন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হয়।
 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button