সারা দেশ
কলারোয়া সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড় উদ্ধার

কামরুল হাসান,কলারোয়া(সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-কাপড় উদ্ধার করেছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে কলারোয়ার সীমান্তবর্তী কাদপুর শ্মশানঘাট এলাকায় এই উদ্ধারের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় আটক হয়নি কেউ। চান্দুড়িয়া বিওপি’র হাবিলদার আমির আলি সোমবার সাংবাদিকদের জানান, টহলরত বিজিবি সদস্যরা ওই রাতে একদল চোরাচালানীদের ধাওয়া করলে তারা ৯ গাইড কাপড় ফেলে পালিয়ে যায়। এই গাইডগুলোতে থাকা ভারতীয় শাড়ি-কাপড়ের আনুমানিক মূল্য ১২ লাখ টাকার মতো বলে জানা গেছে।