২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে হেরোইনসহ ০৩ জন গ্রেফতার
![](https://bhalukanews.com/wp-content/uploads/2017/07/Mym-10.07-1.jpg)
১০/০৭/২০১৭ খ্রিঃ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন মহারাজা রোড সংলগ্ন এলাকায় জনাব খন্দকার বাবুল আক্তার, পুলিশ পরিদর্শক (নিঃ) এর নের্তৃত্বে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিমের অফিসার ও ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাজহারুল ইসলাম লিটন(২৮) নামে ০১ জনকে ০১ গ্রাম হেরোইনসহ আটক করে। সে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার অষ্টধার মোল্লাডাটা গ্রামের মোঃ তোতা মিয়ার ছেলে। আটককৃত আসামী এবং জব্দকৃত মালামালসহ মুক্তাগাছা থানায় সোর্পদ করা হয়। এ ব্যাপারে মুক্তাগাছা থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। তাছাড়া গত ০৯/০৭/২০১৭ খ্রিঃ রাতে মুক্তাগাছা থানাধীন নতুনবাজার গরুহাটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ০২ জনকে ০২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি ১। মোঃ জামাল উদ্দিন(২৭), পিতা- মৃত নেওয়াজ আলী, সাং- মধ্যহিস্যা, ২। মোঃ আলিফউর রেজা(৩৫), পিতা- মৃত সেলিম রেজা, সাং- নন্দীবাড়ী (স্টেডিয়াম সংলগ্ন), উভয় থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ। এ ব্যাপারে এপিবিএন এর অফিসার বাদী হয়ে মাদক আইনে মামলা রুজু করেন মর্মে ২ এপিবিএন এর পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব খন্দকার বাবুল আক্তার জানায়।( পে্রসবিজ্ঞপ্তি)