সারা দেশ
কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কামরুল হাসান,কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের দ্বিতল কক্ষে শিশু-কিশোরদের ৫ ক্যাটাগরিতে বিভক্ত করে চিত্রাঙ্কন ও ৪ ক্যাটাগরিতে রচনা প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অঙ্কন করে আঁকিয়েরা। এ ছাড়া ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ের ওপর রচনা প্রতিযোগিতা হয। শনিবার সকাল ১০ টায় শুরু হওয়া এ প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, কপাই’র শোকদিবস উদযাপন কমিটির আহবায়ক শেখ সহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, কবি বিজি মাওলা, প্রধান শিক্ষক মিসেস লিলি কামাল প্রমুখ। প্রতিযোগিতার বিজযীদের মাঝে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে বলে জানা গেছে।