কলারোয়ায় পুলিশি অভিযানে দুই গাঁজাসেবী আটক
কামরুল হাসান,কলারোয়া(সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথের নির্দেশনায় থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর সূত্র ধরে শনিবার রাত ১০টার দিকে এসআই অমিত কুমার দাস ও এএসআই শাহিনূর ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া পৌরসভার মির্জাপুর গ্রামের পশ্চিমপাড়া (নদীর চর) এলাকার মৃত কিতাব আলী গাজীর ছেলে মোশাররফ হোসেন ডাবুর বাড়িতে অভিযান চালায়। এ সময় ডাবুর একতলা বাড়ির ছাদের ওপর থেকে ১০০ (একশত) গ্রাম গুল্ম জাতীয় শুকনা গাঁজাসহ মোশাররফ হোসেন ডাবু ও একই গ্রামের মৃত কাওছার আলী শেখ এর ছেলে আকতারুল ইসলামকে আটক করে থানা পুলিশ। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার ওসি বিপ্লব দেবনাথ। রোববার সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ সময় তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।