কবিতাসাহিত্য সাধনা
জীবনের জলরং
- আবুল বাশার শেখ
সকালের ঠান্ডা চা’য়ে চুমুক দিয়েই
মনে পড়লো, স্যার ঠান্ডা না গরম, কোনটা?
বেশ আগে শব্দটা শুনেছিলাম অভিজাত এক রেস্টুরেন্টে
কফি খাওয়া নিয়ে বেশ উপভোগ্য ছিল কথাটি।
সকালের চাও যে ঠান্ডা গরমের পার্থক্য বুঝতে শিখেছে
তা এই ঠান্ডা চা ভালো করেই বুঝিয়ে দিলো।
অফিসের পিয়নগুলো আজকাল অনেক পেঁকে গেছে;
কথার খুনসুটি তারাও বেশ বুঝে।
মাঝে-মধ্যে তাদের ভেতর বসগিরি বসগিরি
একটা ভাবও এসে যায়, শরীরের চেয়ে ছায়া বড়
কথাটির যথার্থতা আছে।
কবি ভাবনায় গভীরতায় ভাবছি-
দায়িত্বহীনতার ছোঁবলে দংশিত দায়িত্বশীল
অনুতাপ বুঝেনা, বুঝেনা জীবনের জলরং।
তারিখ- ১৩-০৮-২০১৭