সারা দেশ
কলারোয়া প্রেসকাবের সদ্য ঘোষিত নির্বাচনী তফশীল স্থগিত
![](https://bhalukanews.com/wp-content/uploads/2017/08/777-1.jpg)
কামরুল হাসান,কলারোযা: সাতক্ষীরার কলারোয়া প্রেসকাবের সদ্য ঘোষিত নির্বাচনী তফশীল স্থগিত করেছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার প্রফেসর অহিদুল আলম মন্টু স্যার। বৃহস্পতিবার সকালে কলারোয়া প্রেসকাবের নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়-আগামি ২৫/০৮/১৭ ইং তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের তফশীল ঘোষণার পরিপ্রেক্ষিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী এবং শোকের মাস হওয়ার কারণে বিভিন্ন মহলে আলোচিত হওয়ায় ঘোষিত তফশীল স্থগিত করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরবর্তীতে বিধি মোতাবেক নির্বাচনী তফশীল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ১৫/০৮/১৭ তারিখে কলারোয়া প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রফেসর অহিদুল আলম মন্টু ।