কলারোয়া বেত্রবতী হাইস্কুলের রিয়া পাল জাতির জনকের ছবি অঙ্কনে উপজেলা শ্রেষ্ঠ

কামরুল হাসান,কলারোযা: সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী অর্নবী পাল রিয়া (রিয়া পাল) ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এঁকে উপজেলা শেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অংকন প্রতিযোগিতায় ৪র্থ-৭ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে অর্নবী পাল রিয়া (রিয়া পাল)। একইভাবে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংকন প্রতিযোগিতায় ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থেিদর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে অর্নবী পাল রিয়া (রিয়া পাল)। তার এ সাফল্যে প্রাণঢালা অভিনন্দন ও আয়োজকগোষ্ঠী এবং বিজ্ঞ বিচারক মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা জানিছেন প্রতিষ্ঠানের প্রধান শিক রাশেদুল হাসান কামরুলসহ শিকমন্ডলী। অনুরূপ কৃতজ্ঞতা জানিয়েছেন রিয়া পালের পিতা মাস্টার দিলিপ পাল ও মাতা বেত্রবতী
হাইস্কুলের শিক রিনা রাণী পাল।