প্রেস রিলিজ: রানার অটোমোবাইল্স

ঢাকাবাসির দৈনন্দিন পরিবহন সমস্যার সমাধান নিয়ে এগিয়ে আসছে “লেট্স গো” রাইড শেয়ারিং সার্ভিস, এটি এ আর এস কন্সোর্টিয়াম লিমিটেডের একটি সংগঠন যার অংশীদার হিসেবে রানার অটোমোবাইল্স লিমিটেড ১৭ আগস্ট ২০১৭ তারিখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার জন্য দুই কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানটি তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত রানার অটোমোবাইল্স লিমিটেডের প্রধান অফিসে অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানের মোবাইল অ্যাপ নির্মাতাদের দিয়ে নির্মিত অ্যাপের মাধ্যমে “লেট্স গো” দেশের প্রথম এবং একমাত্র “রাইড শেয়ারিং” কোম্পানি হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে যা একইসাথে গাড়ি এবং মোটরসাইকেলের মাধ্যমে সেবা প্রদান করবে যার বহরে মোটরসাইকেল সরবরাহ করছে রানার। চালক হিসেবে নিয়োজিত থাকছে এ আর এস কন্সোর্টিয়ামের বেতনভুক্ত দক্ষ চালকেরা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইল্স লিমিটেডের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মুকেশ শর্মা, কর্পোরেট বিজনেস হেড মোঃ মনিরুজ্জামান, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স মহাব্যবস্থাপক ফয়েজ আহমেদ, এ আর এস কন্সোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান এস এম আসাদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মেজর (অবঃ) মোঃ রবিউল আলম এবং উভয় কোম্পানির অন্যান্যব্যবস্থাপনা পরিচালক উচ্চপদস্থ কর্মকর্তারা।
আশা করা যাচ্ছে উদ্যোগটি স্থানীয় ব্র্যান্ড এবং উদ্যোক্তাদের উন্নয়নে যথেষ্ট উৎসাহ প্রদান করবে।