ত্রিশালে মাদক সহ ২ ব্যবসায়ী আটক
মোমিন তালুকদার, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল থানায় ১ কেজি গাঁজা ও ২০ লিটার মদ সহ ১জন পুরুষ ও ১জন মহিলা আটক করা হয়েছে।
ত্রিশাল থানা সূত্রে জানাগেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে ত্রিশাল থানার এস.আই লিটনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বালিপাড়া ইউনিয়নের ছোট পুল এলাকা থেকে ১ কেজি গাঁজা সহ মোঃ আব্দুল মালেক (৬৮)কে আটক করা হয়েছে।
অপর দিকে, গত শুক্রবার রাত ১০টায় ত্রিশাল থানার এস.আই জুবাইদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ধানীখোলা ইউনিয়নের ঝায়েরপার এলাকা থেকে বুধু দাসের স্ত্রী শ্রী মিনতী রাণী রুবি দাস (৪০) কে ২০ লিটার মদ সহ নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ জাকিউর রহমান বলেন, মাদক ব্যবসায়ীরা যেখানেই থাকোক না কেন সেখান থেকেই খুজে বের করা হবে, মাদক ব্যবসায়ীদের সাথে আমাদের কোন আপোস নেই। এবং মাদক বিরুধী অভিযান অব্যাহত থাকবে।