ভালুকা উপজেলাসারা ভালুকাহবিরবাড়ি

ভালুকায় জমে উঠেছে সিডস্টোর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

বিশেষ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচন জমে উঠেছে।
জানা যায়, উপজেলার গুরুত্বপুর্ণ বাজারের একটি সিডস্টোর বাজার। এ বাজারের নির্বাচনকে ঘিরে চলছে উৎসব মুখর প্রচারনা। আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার বাজার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।প্রার্থীদের হিংসা বিভেদ ভুলে প্রচারনার শেষ মুহুর্তে প্রার্থীরা এখন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নিজের মার্কায় ভোট প্রার্থনা করছেন।
মোট ১১ পদের বিপরিতে প্রার্থী হয়েছেন ১৯ জন। সভাপতি পদে ২জন,সহ-সভাপতি পদে ৪জন,সাধারন সম্পাদক পদে ২জন,সহ.সম্পাদক পদে ২জন ও সাধারন সদস্য পদে ৮জন। কোষাদক্ষ পদের প্রার্থী বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হওয়ায় এ পদে অতিরিক্ত প্রার্থী নেই।
সভাপতি পদে (বর্তমান সভাপতি) হাজী মো: শাহাব উদ্দিন তালুকদার ও মো: মঞ্জুরুল হক খান। সহ-সভাপতি পদে (বর্তমান সহ-সভাপতি ) হাজী মো: মোসলেম উদ্দিন,(বর্তমান সদস্য) মো: ফালু সরকার, কৃষকলীগ নেতা মো: রবিন হোসেন ও তরুন ব্যাবসায়ী মোশারফ হোসেন। সাধারন সম্পাদক পদে (বর্তমান সম্পাদক) গাজী লাল মাহমুদ সরকার ও মো: রফিকুল ইসলাম সুরুজ ডিলার। সহ-সম্পাদক পদে (বর্তমান সদস্য) মো: বুলবুল আহাম্মেদ ও যুবলীগ নেতা মো: বিল্লাল হোসেন। সাধারন সদস্য হিসেবে (বর্তমান সদস্য) মো: আনসারুল ইসলাম, মো: শাহাব উদ্দিন শেখ ও জাকির আকন্দ এবং নতুন সদস্য হিসেবে মো: মমিনুল ইসলাম,শ্রী রনজিত বর্মন,মনির হোসেন,মো: আতাউর রহমান আতা ও আবুল হোসেন।
নির্বাচনে তিনবারের নির্বাচিত সভাপতির বিরুদ্ধে এবার প্রার্থী হয়েছেন মো: মুঞ্জুরুল হক খান। তিনি সাবেক সহ সভাপতি হিসেবে এই নির্বাচনে সভাপতি পদে জেতার ব্যাপারে তুমুল আশাবাদী। সদস্য প্রার্থী মো: আনসারুল ইসলাম বলেন গত কমিটিতে সদস্য হিসেবে বাজারের ব্যাবসায়ীদের সেবায় নিজেকে নিয়োজিত রেখে ছিলাম এবং যুগের সাথে তাল মিলিয়ে কম্পিউটারাইজড্-আধুনিক পদ্ধতিতে ঘরে বসে হিসাব রাখার ব্যাপারে ব্যাবসায়ীদের পাশে থাকতে তার উদ্যোগ প্রায় সাফল্যের পথে। জয়ের ব্যাপারে তিনি খুবই আশাবাদী।
বর্তমান সভাপতি হাজী মো: শাহাব উদ্দিন তালুকদার বলেন- সিডস্টোর বাজারের ব্যাবসায়ীরা আমাকে তিন তিনবার নির্বাচিত করেছেন। আশা করি সচেতন ব্যাবসায়ীরা আমার কর্মদক্ষতাকে বিবেচনা করে এবারও সভাপতি পদে আমাকেই নির্বাচিত করবেন।
সিবাব্যাস প্রধান নির্বাচন কমিশনার হিসেবে হাজী শাহাব উদ্দীন শেখ নিয়োজিত আছেন। নির্বাচন কমিশনার মো: নজরুল ইসলাম তপন মাস্টার বলেন-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা যা যা করার তাই করবো। যাতে নির্বাচনে কোন রকমের অপ্রিতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button