নারী ও শিশু

নারী ও শিশুদের সুস্থতার হাসি নিশ্চিত করতে এগিয়ে এলো আইডিএলসি ও আমাল

সুরানা তৌহিদ # গত শনিবার (১৪ইং অক্টোবর, ২০১৭) গাজীপুরে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্যে এবং তাদের মাঝে স্বাস্থ্য বিষয়ক সচেনতা তৈরির জন্য আইডিএলসি ও আমাল (অথেনটিক মেথড অফ অলটারনেটিভ লার্নিং) এর যৌথ প্রচেষ্টায় আয়োজন করা হয় হেল্‌থ ক্যাম্প। এ হেল্‌থ ক্যাম্পের মাধ্যমে প্রায় ২০০ জন নারী ও শিশুকে স্বাস্থ্যসেবা দেয়া হয়।

এছাড়াও দিনব্যাপী এ আয়োজনে স্বাস্থ্য সচেনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইডিএলসি’র গ্রুপ চীপ মার্কেটিং অফিসার জানে আলম রোমেল বলেন, “সুচিকিৎসা যেকোনো মানুষের মৌলিক অধিকার। এক্ষেত্রে নারী ও শিশুরা অগ্রগণ্য। চিকিৎসা বঞ্চিত নারী ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যেই আমাদের এ আয়োজন”

আমালের প্রতিষ্ঠাতা ইসরাত করিম ইভ বলেন, “নারী ও শিশুদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে আইডিএলসি’র এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। আমরা আশা করি, ভবিষ্যতে অন্যরাও এমন কল্যাণকর উদ্যোগ নিতে আগ্রহী হবে”। আইডিএলসি’র ভিন্নধর্মী সিএসআর কার্যক্রম “খুশির খেয়া‘র অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়।

–সুরানা তৌহিদ,আইডিএলসি মিডিয়া কন্টাক্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button