উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক সাড়া

আমান উল্লাহ আমান,গাজীপুর প্রতিনিধি:শ্রীপুরে গাজীপুর জেলা আওয়ামী লীগের উঠান বৈঠক চলছে। নারী পুরুষ সতস্ফুর্ত অংশ গ্রহন করছে । নেতৃীবৃন্দ ভোটারদের কাছে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও আগামীর পরিকল্পনা তুলে ধরেছেন।শেখ হাসিনার বার্তা তৃনমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নারীদের প্রতিটি কথা গুরুত্বের সাথে শুনে প্রশ্নের উত্তর দিচ্ছেন। আগামী নির্বাচনে জয়ী হওয়ার জন্যে সাধারন জনগনের কাছ থেকে মতামত ও পরামর্শ গ্রহন করছেন। এ উঠান বৈঠক তৃনমূল জনগোষ্টীর ব্যাপক সর্মথন অর্জন করতে সক্ষম হয়েছে।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গাজীপুর ৩-আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ ভালুকা নিউজ ডট কম প্রতিবেদকে বলেন, ইতি মধ্যে মাননীয় জননেত্রী শেখ হাসিনা অনেক সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন ও পরিকল্পনা গ্রহন করেছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সাধারণ জনগণের সমস্যা, সম্ভাবনা ও আগামী নির্বাচন নিয়ে উঠান বৈঠকে আলোচনা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় জননেত্রীর পক্ষে পরামর্শ গ্রহন করা হচ্ছে। গাজীপুরের প্রত্যেকটি উপজেলায় এ কর্মসূচী গ্রহণ করা হবে। প্রাথমিক অবস্থায় গাজীপুর-৩ আসনে গত একমাস যাবৎ এক কর্মসূচী চলছে।
ইকবাল হোসেন সবুজ ভাওয়াল বদরে আলম কলেজের সাবেক ভি.পি ,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি দলকে সুসংগঠিত করতে রাতদিন ছুটে চলেছেন । ইতি মধ্যেই তৃনমূলে তিনি গড়ে তুলেছেন সর্বাধিক জনপ্রিয়তা। তাঁর উঠান বৈঠক কর্মসূচী মাঠ পর্যায়ের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। প্রান্তিক ভোটারগন জানতে পারছে বর্তমান সরকারের ডিজিটাল কর্মসূচী ও সরকারের উন্নয়নের ভাবনা।
জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান আনিস মুঠোফোনে জানান, নারীরা মিটিং মিছিল অংশগ্রহন কম করে । তাদের কাছে শেখ হাসিনার বার্তা পৌছে দেয়ার লক্ষ্যে উঠান বৈঠকের গুরুত্ব অতুলনীয় । উঠান বৈঠক হলো বর্তমান সরকারের অতি সাধারন মানুষের ধারনা ও প্রতিক্রিয়া কি তা জানা। কোন সমস্যা থাকলে তার প্রতিকার করা । ৮ বছরের এই সরকার কি করেছে আর সামনে কি করবে তা তুলে ধরা । কিভাবে আগামী নির্বাচনে নৌকার বিজয় আনা যায় সে পরামর্শ গ্রহন করা। উঠান বৈঠক শেখ হাসিনার চিন্তার বহিঃপ্রকাশ যা গাজীপুরে শুরু হয়েছে। অন্যান্য কিছু জেলাতেও হয়েছে ।
আওয়ামীলীগ সদস্য মোঃ মাহতাব উদ্দীন বলেন, আমি সবুজ ভাইয়ের নেতৃত্বে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিদিন উঠান বৈঠকে কাজ করে আসছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তার সফলতা ও স্বপ্ন সাধারন খেটে খাওয়া মানুষের কাছে তুলে ধরেছি । উঠান বৈঠকের মাধ্যমে কর্মী ও ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়ছে। সকল বৈঠকেই মানুষের মনের কথা শুনছি ও আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় ত্বরান্নিত করার লক্ষ্যে সাধারন মানুষের পরামর্শ গ্রহন করছি।
পৌরসভার ৭নং ওয়ার্ডের ভোটার এস এম সোহেল রানা বলেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ পড়েছে উঠান বৈঠকে । প্রতিদিন শত শত পোষ্ট ও শেয়ার থেকে দেখা যায় যে, বৈঠকে নারী পুরুষের চেয়ে বেশি অংশগ্রহন করছে। কিছু কিছু ভিডিওতে দেখা যায় নারীরা শ্লোগান ধরেছে :-
““সবুজ ভাই এগিয়ে চল আমরা আছি তোমার সাথে ””
““শেখ হাসিনা এগিয়ে চল আমরা আছি তোমার সাথে ””