শ্রীপুরে বকেয়া দাবীতে কারখানা মালিক অবরোদ্ধ

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবীতে একটি কারখানার মালিক প্রায় ৪ ঘন্টা শ্রমিকদের দ্বারা অবরোদ্ধ থাকার ঘটনা ঘটেছে। ২৫ অক্টোবর বুধবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার ইউনিয়ন গার্মেন্টস লি: কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের আন্দোলনের মুখে কারখানার মালিক সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা কারখানার ভিতরে অবরোদ্ধ থাকে। খবর পেয়ে গাজীপুর শিল্প ও দাঙ্গা পুলিশ অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অবস্থান নেয়।
জানা যায়, ইউনিয়ন গার্মেন্টেসে প্রায় ১৪’শ শ্রমিক বিভিন্ন শিফটে কাজ করে। কারখানার শ্রমিকরা গত ২ মাস যাবত ও অন্যান্য স্টাফদের ৩ মাস যাবত বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বারবার তারিখ দিয়েও শ্রমিকদের ও স্টাফদের বেতন ভাতা প্রদান না করায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পড়ে। বুধবার সকাল থেকে কারখানার সামনে শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে জড়ো হতে থাকে। পরে সকাল ১১টার দিকে কারখানার মালিক আব্দুর রহিম কারখানায় প্রবেশ করার সাথে সাথেই বিক্ষোব্ধ শ্রমিকরা প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এসময় তারা বেতন আদায় না হওয়া পর্যন্ত তালা না খোলার ঘোষনা দিয়ে বিক্ষোভ করতে থাকে।
কারখানার শ্রমিক জোনাকী আক্তার জানান, প্রতি মাসেই বেতনের টাকার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়। গত দুই মাস আগেও বেতন না পেয়ে আন্দোলন করলে কারখানার মালিক পুলিশ দিয়ে আমাদেরকে হয়রানি করেছে।
গাজীপুর শিল্প পুলিশের এএসআই ফজলুল হক জানান, বিক্ষোব্ধ শ্রমিকরা কারখানার মূল গেইটে তালা লাগানোর কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারছিনা এমনকি ভিতরের কেউ বাইরে আসতে পারছে না।
ইউনিয়ন গার্মেন্টেসের এডমিন অফিসার বজলুর রহমান জানান, ব্যাংকের এলসি বন্ধ হয়ে যাওয়ার কারণে শ্রমিকদের নির্ধারিত সময়ে বেতন দিতে বিলম্ব হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনা করছেন, অতিদ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে। এ ব্যাপারে কারখানার মালিক আব্দুর রহিমের সাথে যোগাযোগ করা যায়নি।