ভালুকায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ২৮ অক্টোবর শনিবার সকালে ভালুকা মডেল থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা থানা চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
ভালুকা মডেল থানা পুলিশের উদ্যোগে একটি র্যালি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহা সড়ক ও পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্তরে এক আলোচনা সভায় মিলিত হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর-রশিদের সভাপতিত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) হযরত আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা: এম আমান উল্যাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুদ কামাল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট শওকত আলী, পৌর মেয়র এ কে এম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, ভালুকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, ভালুকা মডেল থানা কমিউনিটি পুলিশের সভাপতি ওয়াসেক আল আমিন শিপন, সাধারণ সম্পাদক হাজী নিজাম উদ্দিন, পুলিশ পরিদর্শক (অপারেশন) ফায়েজুর রহমান, সেকেন্ড অফিসার আব্দুল মান্নান তালুকদার, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি জালাল উদ্দিন পাঠান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন প্রমুখ্য।
প্রধান অতিথির বক্তব্যে মাদক, সন্ত্রাস, জঙ্গী ও দুর্নীতি মুক্ত করার লক্ষে ভালুকা মডেল থানা পুলিশের সাথে কমিউনিটি পুলিশকে বিষেশ ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন।