ক্যাম্পাসবিশ্ববিদ্যালয়

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হচ্ছে “এ মিড সামার নাইটস ড্রিম”

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিবেশনায় উইলিয়াম শেক্সপিয়রের কমেডি নাটক “ আ মিডসামার নাইটস ড্রিম” প্রদর্শিত হচ্ছে ।

বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের স্টুডিও থিয়েটার হলে ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সন্ধ্যা ছয়টায় এই কমেডি নাটকটির প্রদর্শন চলবে।

“আ মিডসামার নাইটস ড্রিম” নাটকটি নির্দেশনায় রয়েছেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ইসমতআরা ভুঁইয়া ইলা ।

ইসমতআরা ভুঁইয়া ইলা জানান, “ আ মিডসামার নাইটস ড্রিম” মূলত একটি প্রেমের গল্প। কোনো এক রৈখিক কাহিনী এতে নেই। রয়েছে থিসিয়াস-হিপ্পোলিটার বিবাহোৎসব, কয়েকজন শ্রমিকের নাট্য মঞ্চায়ন। টিটানিয়া-ওবেরনের দাম্পত্য-কলহ, সর্বপুরি হার্মিয়া – লাইস্যান্ডার, হেলেনা- দিমেত্রিয়াস এর প্রেম জটিলতা। উদ্ভট কল্পনার সংমিশ্রণ ও অলৌকিক ঘটনার বেড়াজালে হাস্যরসকে আশ্রয় করে রুপকথা, যাদুবিদ্যা, যুদ্ধ, হিংসা- প্রতিহিংসার মাধ্যমে নাট্যকার মানবপ্রেমের প্রস্ফুরণ ঘটিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button