সারা দেশ

নবীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

 

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ “যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। এ উপলে গতকাল বুধবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, প্রশিন উদ্ভোধন, সনদ ও যুব ঋনের চেক বিতরন অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় যোগ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম. এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম। শিক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, বিআরডিবি কর্মকর্তা আনামুল হক, কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, সাংবাদিক মতিউর রহমান ম্ন্নুা প্রমুখ। যুব প্রশিনার্থীর মধ্যে বক্তব্য রাখেন, জন্তরী গ্রামের জসিম উদ্দিন, নোয়াগাঁও’র জামাল মিয়া। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল করিম, গীতা পাঠ করেন নয়ন মনি সরকার। পরে অতিথিবৃন্দ প্রশিন সদন বিতরন ও ১৪ জনের মধ্যে ঋণের চেক বিতরন করেন। ৯ জন পুরুষ ও ৫ জন মহিলার মধ্যে ৪ ল ৭০ হাজার টাকার ঋণ চেক বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় জাপা কেন্দ্রীয় সাংগঠনিক এমএ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, আজকের যুব সমাজই কেবল দেশের উন্নয়নের চাবি কাটি। তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন, যুবকরা বিপদগামী পথে পা দিয়ে যুব অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষন গ্রহন করে ক্ষুদ্র ঋনের মাধ্যমে নিজের আত্মনির্ভরশীল হতে হবে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং দেশকে উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে নিতে যুব সমাজের বিকল্প নাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button