হোয়াইট হাউসে হিলারি-লাদেনের ছবি নিয়ে উত্তাল !

অনলাইন : ওসামা বিন লাদেনের সঙ্গে কি দেখা করেছিলেন হিলারি ক্লিনটন? তা-ও আবার খোদ হোয়াইট হাউসে?? এমনই বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া। এ ঘটনার সঙ্গে আবার বেরিয়ে গেছে এক বঙ্গসন্তানের নামও! বিতর্ক আরো উত্তাল হয়ে উঠেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার মন্তব্যে।
কয়েক দিন ধরেই সোশ্যাল ওয়েবসাইটে ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, হোয়াইট হাউসে লাদেনের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে হিলারি। চলতি সপ্তাহেই মারিয়া একটি সাক্ষাৎকারে মন্তব্য করেন বসেন, ওই ছবি নকল নয়। সত্যিই লাদেন দেখা করেছিল ক্লিনটনের সঙ্গে। সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায়।
পরে মুখ খোলে ‘ফ্রিকিং নিউজ’ নামে একটি সংস্থা। তারা জানায়, নকল ছবি বানানোর একটি প্রতিযোগিতা আয়োজন করেছিল তারা। এই ছবিটি জমা পড়েছিল। এটি নকল ছবিই। তখনই প্রশ্ন ওঠে, কার শরীরের সঙ্গে ছবিতে লাদেনের মাথা জুড়ে দেওয়া হয়েছিল। দেখা যায়, শরীরটি ভারতীয় শিল্পী শুভাশিস মুখোপাধ্যায়ের। ২০০৪ সালে মার্কিন সফরে গিয়ে তিনি ছবিটি তুলেছিলেন। সেই ছবি থেকেই শুভাশিসের মাথা সরিয়ে লাদেনের মাথা বসানো হয়েছিল।