জাতীয়

বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ৩য় শান্তিপূর্ণ দেশ

ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: দক্ষিণ এশিয়ার ৭টি দেশের (মালদ্বীপ ছাড়া) মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। গত বছরও এ অঞ্চলের দেশগুলোর মধ্যে একই অবস্থান দখল করেছিল। তবে বৈশ্বিক শান্তি সূচকে এক ধাপ এগিয়েছে। গত বছর ১৬২ দেশের মধ্যে বাংলাদেশ ছিল ৮৪ নম্বরে। এবার ১৬৩টি দেশের মধ্যে ৮৩ নম্বরে।

বৈশ্বিক হিসেবে বাংলাদেশের সামনে থাকা ভুটান ১৩ নম্বরে এবং নেপাল ৭৮ নম্বরে অবস্থান করছে। এছাড়া শ্রীলঙ্কা ৯৭, ভারত ১৪১ এবং পাকিস্তান ১৫৩ নম্বরে অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্নে অবস্থান করছে আফগানিস্তান। ১৬৩ দেশের মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশটির অবস্থান ১৬০ নম্বরে।

শান্তি সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তির দেশ আইসল্যান্ড। এরপর আছে ডেনমার্ক, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড ও পর্তুগাল। তালিকার একেবারে নিচে ১৬৩ নম্বরে সিরিয়া। এর আগের দুটি দেশ হলো ইরাক (১৬১) ও দক্ষিণ সুদান (১৬২)।

রোববার সিডনিভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) বৈশ্বিক শান্তিময়তা পর্যালোচনা করে ১৬৩ দেশের এ তালিকা প্রকাশ করেছে। সেখানে এমন তথ্য উঠে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button