ক্যাম্পাসবিশ্ববিদ্যালয়

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য কে প্রতিহত, গাড়ি ভাঙচুর !

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএমএম শামসুর রহমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করলে  বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে প্রতিহত করেন ।

এই সময় আন্দোলনরত শিক্ষার্থীরা এএমএম শামসুর রহমানের ঘাড়ি ভাঙচুর করেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কামরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহিদুল কবীর সহ ১০ শিক্ষার্থী আহত হয়।

পরে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে পুলিশি প্রহরায় ক্যাম্পাস ত্যাগ করেন ভারপ্রাপ্ত উপাচার্য এএমএম শামসুর রহমান ।

জানা যায়, আসন্ন ভর্তি পরীক্ষার এক মিটিং এ অংশগ্রহণ করতে এএমএম শামসুর রহমান ক্যাম্পাসে দীর্ঘ দিন পরে এসেই তোপের মুখে পড়েন ।

আন্দোলনকারী শিক্ষক রেজুয়ান শুভ্র জানান, বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজ দায়িত্বপ্রাপ্ত উপাচার্য কে প্রতিহত করেছে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী।দায়িত্বরত উপাচার্য তাঁর লোকজন কে দিয়ে ঘাড়ি ভেঙ্গে ঘটনা অন্য দিকে মোড় নেওয়ার চেষ্টা করেছেন।

এই বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য শামসুর রহমানের সাথে যোগাযোগ করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন আহমেদের সাথে যোগাযোগ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হাফিজুর রহমান জানান উনি ভর্তি পরীক্ষা কমিটির মিটিং এ ব্যস্ত রয়েছেন ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহিদুল কবীর জানান, দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ক্যাম্পাসে আসবে এই বিষয়ে আমরা প্রক্টরিয়ালবডি অবগত ছিলাম না । ঘটনাস্থলে আমরা তাক্ষৎনিক ভাবে ছুটে যায়, শিক্ষার্থীদের তোপের মুখ থেকে উনাকে বাসায় ফেরত পাঠানোর ব্যবস্থা করি। ঘাড়ি যেহেতু সরকারী সম্পদ তাই ঘাড়ি ভাঙচুরের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিবেন ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানান ‘এই ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কেউ অবগত নয়’ ।pic 4

ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

উল্লেখ্য যে, প্রায় এক মাস ধরে এএমএম শামসুর রহমানের দুর্নীতির বিরুদ্ধে ও তাঁর পদত্যাগের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা আন্দোলন করে যাচ্ছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button