সারা ভালুকাহবিরবাড়ি
ভালুকার জামিরদিয়ায় আগুনে পোড়ে গেছে ১০টি দোকান

ভালুকা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে ওই এলাকার সাদসান ফেক্টরীর সামনে বকুল সরকার মার্কেটে সোমবার(৬নভেম্বর)রাত সারে ১২টার দিকে আগুন লাগলে ভালুকা ফায়ার সার্ভিস এর এসও রাকিবুল হাসানের নেতৃত্বে একটি ইউনিট প্রায় ঘন্টা খানেক চেষ্ঠা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান,কারন ও ক্ষতিগ্রস্থদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী আজিজুল হক জানান,১০/১২টি দোকান পোড়ে ছাই হয়ে গেছে, এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হতে পারে।
বিস্তারিত আসছে…..