ভালুকা পৌরসভাসারা ভালুকা
ভালুকা পৌর কর্মকর্তা-কর্মচারীদের আর্ধদিবস কর্মবিরতি

ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধিঃ- বেতন-ভাতা, পেনশন সহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবীতে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের আয়োজনে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই কর্মসূচি পালন করা হয়। ভালুকা পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি মো. রিগান খানের সভাপতিত্বে ও সধারন সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি বিল্লাল হোসেন, বিভাগীয় যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। বক্তারা বলেন সরকার তাদের দাবি মেনে না নিলে আগামী ১৩ই নভেম্বের পূর্নদিবস কর্মবিরতি পালন করা হবে।