আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্ত : সৌদি প্রিন্সসহ নিহত ৮

আন্তজাতিক ডেস্ক: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি প্রিন্স মুনসুর বিন মুকরিনসহ দেশটির আটজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণপশ্চিমের আসর অঞ্চল পরিদর্শনের সময় এই দুর্ঘটনা ঘটে। এরআগে এদিন বিকালে হেলিকপ্টারটির  রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

নিহত প্রিন্স মুনসুর আসেরের দক্ষিণ প্রদেশের ডেপুটি গভর্নর ছিলেন। তিনি মুহাম্মদ বিন আব্দুল আজিজ আল সউদের ছেলে। ২০১৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি সৌদিআরবের মুকুটধারী প্রিন্স ছিলেন।

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের ছেলে মোহাম্মদ বিন সালমানের দুর্নীতিবিরোধী অভিযানে গতকাল দেশটির ১১জন প্রিন্স, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রীকে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর এই দুর্ঘটনা ঘটলো। ওই অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সৌদি বিলিয়নিয়ার প্রিন্স আল ওয়ালিদ বিন তালালও রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button