সারা দেশ

শ্রীপুরে স্কুলছাত্র নিখোঁজ

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:শ্রীপুরে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম মো: নাঈম হোসেন (১৫)। সে টেংরা উত্তরপাড়া গ্রামের দিনমজুর আব্দুল বাতেনের ছেলে ও টেপিরবাড়ী কবি নজরুল ইসলাম একাডেমির দশম শ্রেণীর ছাত্র। সোমবার সকালে সে নিখোঁজ হয়।
সকালে বাসা থেকে স্কুলে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ মিলছে না। এ ব্যাপারে নিখোঁজ ছাত্রের বাবা আব্দুল বাতেন মঙ্গলবার শ্রীপুর থানায় একটি সাধারন ডায়েরী (নং ৩১৩ ) করেছেন।
ডায়েরীসুত্রে জানা গেছে, ছেলে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা স্বজনসহ সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ করেও তার সন্ধান পায়নি। ওই ছাত্রের ব্যাক্তিগত মোবাইল নাম্বারটিও কেউ রিসিভ করছে না।
ছাত্রের বাবা আব্দুল বাতেন জানান, তার ছেলেকে অপহরণ করা হতে পারে বলে ধারণা করছেন তিনি।
এ ব্যাপারে শ্রীপুর থানার অপারেটর মনির হোসেন জানান, এ ব্যাপারে সাধারণ ডায়েরীর পর উপ পরিদর্শক (এসআই) নাজমুল হককে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button