পুলিশের সাথে সংঘর্ষ: নিহত ২ আহত অর্ধশতাধিক

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে রংপুরের পাগলাপীরে মহাসড়ক অবরোধের সময় পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিহতের সংখ্যা বেড়ে হয়েছে দুই জন। আহতের সংখ্যা বেড়ে হয়েছে অর্ধশতাধিক। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে জুম্মার নামাজের শেষে শুরু হওয়া এই ঘটনায় কয়েক ঘটার মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোব্ধ জনতা ভাঙচুর করে ১৫ থেকে ২০ টি গাড়ী, পুড়িয়ে দেয় স্থানীয় হিন্দুদের কয়েকটি বাড়িঘর।
এদিকে রক্তক্ষয়ী এই সংঘর্ষে হামিদুল ইসলাম অজ্ঞাতসহ ২ জন নিহত হয়েছে। ৫ পুলিশসহ আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক মানুষ। পুলিশ ও জনতার সংঘর্ষ চলাকালীন সময় শতাধিক রাবার বুলেট, টিয়াসেল নিক্ষেপ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮শে অক্টোবর টিটু রায় নামে এক হিন্দু যুবক ‘এমডি টিটু’ নামের আইডিতে ইসলাম ধর্ম ও হযরত মুহম্মদ (সাঃ) সম্পর্কে অবমাননাকর উক্তি দিয়ে পোষ্ট দিলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। আজ জুম্মার নামাজের পর স্থানীয় মুসল্লিরা মহাসড়কে একত্রিত হয়ে সড়ক অবরোধ করে। এসময় পুলিশের সঙ্গে মুসল্লিদের ধাওয়া পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।
আহতদের তাৎক্ষনিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।