দীপিকার খোলামেলা ব্লাউজের সমালোচনা

বলিউডে এই সময়ে জনপ্রিয় ও গুণী নায়িকাদের নাম নিতে হলে দীপিকা পাড়ুকোন এক-দুইয়ের মধ্যে থাকবে। অথচ বিতর্ক যেন পিছুই ছাড়ছে না এই সুন্দরী অভিনেত্রীর। ‘পদ্মাবতী’র মুক্তি নিয়ে অনিশ্চয়তার সঙ্গে যোগ হয়েছে সুব্রমহ্মণ্যম স্বামীর কটাক্ষ। তবে নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী দীপি। এই কারণে তিনি জোর গলায় বলছেন নির্দিষ্ট সময়েই মুক্তি পাবে ‘পদ্মাবতী’। ভক্ত-দর্শকদের মনও জয় করবে এ সিনেমা।
তবে সম্প্রতি দীপিকা ইনস্ট্রাগ্রামে যে ছবি পোস্ট করেছেন তার সমালোচনা করতেও ছাড়ছেন না কেউ কেউ। ছবিতে যে পোশাকে হাজির হয়েছেন এই আবেদনময়ী তাতে নিন্দা পেতে হচ্ছে তাকে।
সম্প্রতি জিকিউ ম্যাগাজিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা একটি শাড়ি পরেছিলেন দীপি। অবশ্য ওই শাড়িতে আপত্তি জানাননি কেউ। আপত্তি মূলত শাড়ির সঙ্গে পরা ব্লাউজ নিয়ে। কালো রঙের ব্লাউজটির সামনে ডিপ কাট। যার ফলে তার বক্ষ বিভাজিকা সুস্পষ্ট দেখা যায়।