শ্রীপুরে শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার

গাজীপুরপ্ রতিনিধি :-গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ শুক্রবার বেলা এগারটার দিকে দক্ষিন ভাংনাহাটি গ্রামের নূরুজ্জামান মাষ্টারের পুকুর থেকে নয়ন (৩৫) এর লাশ উদ্ধার করেছে। নিহত নয়ন হ্যামস্ পোশাক কারখানায় নির্মান শ্রমিকের কাজ করতো। সে নেত্রকোনা জেলার গড়দি গ্রমের মৃত কাালা চানের ছেলে।
জানাযায়, শুক্রবার সকালে ওই পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সনাক্ত করার চেষ্টা করে। এসময় নিহতের নিকটাতীœয় পোশাক শ্রমিক জেসমিন এসে সনাক্ত করে নিহতের নাম নয়ন সে তার খালু।
জেসমিন জানায়, নয়ন হ্যামস্ পোশাক কারখানার ভেতর থেকে নির্মান শমিকের কাজ করতো। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে নয়নের সাথে মোবাইলে কথা হয় তার। তার পরথেকে যোগাযোগ নেই। স্থানীয় লোকদের ধারনা নয়নকে আজ্ঞাত খুনিরা অন্যত্র হত্যা করে লাশ পুকুরে ফেলে গেছে।
শ্রীপুর থানার উপপুলিশ পরিদর্শক আবুল হাসান জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ননেই। চোখ,মুখ,হাতে জলজ প্রানিতে খুবলে খাওয়া ছিল। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় শ্রীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।