অভিনেত্রী রীতা কয়রাল আর নেই

অনলাইন ডেস্ক: টালিউড অভিনেত্রী, টেলিভিশনের জনপ্রিয় মুখ রীতা কয়রাল আর নেই। দীর্ঘদিন ধরেই লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালেও। কিছুদিন আগেই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়।মাত্র দু মাস আগেই ক্যানসার ধরা পড়ে তার। চিকিৎসা নিচ্ছেন মাঝে কিছুটা অবস্থার উন্নতিও হয়েছিল।
হঠাৎ রোববার সকালে ফের শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। এ সময় রীতা কয়রালকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। তাঁর মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর কলকাতা 24×7 এর।মূলত বাংলা ছবির থেকে ছোট পর্দা, অভিনয় থেকে সঞ্চালনা অথবা নৃত্য, সব ক্ষেত্রেই সমানতালে পদচারণা ছিল তার। রীতার অভিনয়ই তাঁকে খুব কম সময়েই এনে দিয়েছিল লাইমলাইটে। ঋতুপর্ণ ঘোষ থেকে অঞ্জন দত্তের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেন তিনি। অসুখ থেকে দত্ত ভার্সেস দত্ত, বহু বহু ছবিতে অভিনয় করেছেন এই গুণী অভিনেত্রী।সম্প্রতি কলকাতার সিরিয়াল ‘রাখিবন্ধন’র অন্যতম প্রধান চরিত্রে ছিলেন তিনি। যে কোনো চরিত্রেই তিনি ছিলেন সাবলীল। একাধারে বাচিকশিল্পী, সংবাদ পাঠিকা, নৃত্যশিল্পী, বহু বছর ধরেই তিনি যুক্ত অভিনয় জগতের সঙ্গে। তাঁর মৃত্যুতে অভিনয় জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।