ভালুকা উপজেলাসারা ভালুকাহবিরবাড়ি

ভালুকায় জঙ্গী সন্দেহে আটক-১

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া নাসিরগ্লাস এলাকা থেকে তারেক মুহাম্মদ(২২)নামে এক জনকে জঙ্গী সন্দেহে আটক করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ।
ময়মনসিংহ ডিবি পুলিশের এস আই পরিমল চন্দ্র দাস পিপিএম জানান, সোমবার(২০নভেম্বর) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্র ও জীহাদী বইসহ তারেক মুহাম্মদকে আটক করা হয়।
আটক জঙ্গী ময়মনসিংহের কোতয়ালী থানার ভরুরচর কুষ্টিয়াপাড়া এলাকার মাও: আফতাবউদ্দীনের ছেলে।
আটক জঙ্গী উপজেলার কাশঁরে বোমা বিস্ফোরনে নিহত জঙ্গী আলম প্রামাণীকের সাথে যোগাযোগ ছিল বলে ডিবি পুলিশ সূত্রে জানা যায়। এবং তাকে জিঙ্গাসাবাদ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button