সারা দেশ
শ্রীপুরে বিএনপির দুই নেতা গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :-গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ মঙ্গল বার রাতে শ্রীপুর পৌরশহর থেকে বিএনপি নেতা ফেরদৌস আহাম্মদ বাবুল (৫০) ও ছাত্রদল নেতা ছাইফুল হক মোল্লা (৩০) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার কৃত ফেরদৌস আহাম্মদ বাবুল গোসিংগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাইফুল হক মোল্লা উপজেলা ছাত্র দলের সভাপতি।
জানা যায়, মঙ্গলবার রাতে বিএনপি ও ছাত্র দলের কিছু নেতাকর্মী শ্রীপুর পৌর শহরের গরু বাজারে বসে আলাপ আলোচনা করছিল। এসময় পুলিশের বিশেষ অভিযান চলছিল। পুলিশে উপস্থিতি টের পেয়ে নেতা কর্মীরা দৌড়ে পালানোর সময় পুলিশ ওই দু’জনকে আটক করে। বুধবার আটক কৃতদের আদালতে সোপর্দ করা হয়।